শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে র‍্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বর্ণালঙ্কার লুট

জামালপুর প্রতিনিধি
ডিসেম্বর ১১, ২০২৫ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে লিপি আক্তার (৩৫) নামে এক র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভার গণময়দান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লিপি আক্তার ওই এলাকার মহর আলীর স্ত্রী। মহর আলী র‍্যাব-২ এ এসআই পদে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্ছু মিয়া বলেন, রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে চোর। বিষয়টি লিপি আক্তার হয়তো টের পেয়ে গেলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ঘর থেকে স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় তারা।

তিনি আরও জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।