শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুর কারাগারে পিটুনিতে আহত হাজতির মৃত্যু

জামালপুর প্রতিনিধি 
নভেম্বর ২৯, ২০২৫ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

জামালপুর কারাগারে পিটুনিতে আহত হাজতির মৃত্যু

জামালপুর জেলা কারাগারে পিটুনিতে আহত হাজতি হযরত আলী ওরফে পাগলা হযরত (২৫) নামে এক বন্দি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার ‘থুতু ফেলা নিয়ে’ বাগ্‌বিতণ্ডার জেরে আরেক বন্দি তাঁকে পেটায় বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।

হযরত জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারী গ্রামের বাসিন্দা। বকশীগঞ্জ থানার একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে মাসখানেক ধরে কারাগারে বন্দি ছিলেন তিনি।

কারাগার সূত্র জানা গেছে, বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে কারাগারের ভেতরে থুতু ও কফ ফেলা নিয়ে হযরতের সঙ্গে রহিদুর রহমান মিয়ার বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রহিদুর শৌচাগারের দরজার একটি কাঠের টুকরা ভেঙে নিয়ে হযরতের মাথায় পর পর বেশ কয়েকটি আঘাত করে। পরে দায়িত্বরত কারারক্ষীরা তাঁকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ওই হাসপাতাল থেকে রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল বেলা ১১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।