বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জীবন নিয়ে ‘শঙ্কায়’ বিএনপি সমর্থিত প্রার্থী, থানায় জিডি

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১৯, ২০২৫ ১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা-১৫ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও যুবদলের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম খান নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। গত রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর কাফরুল থানায় তিনি জিডি করেন।

জিডির বিষয়টি নিশ্চিত করেছেন কাফরল থানার ওসি সাজ্জাদ হোসেন। তিনি বলেন জিডির ঘটনায় তদন্ত চলছে।

জানা গেছে, ঢাকা-১৫ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী শফিকুল ইসলাম মিরপুর ১২ নম্বরের বাসিন্দা। তিনি দীর্ঘ ৩৯ বছর যাবৎ বৃহত্তর মিরপুর তথা কাফরুল অঞ্চলের রাজনীতির সঙ্গে জড়িত। গত ১৫ দিন যাবত তিনি নানা মুখে ও বিভিন্ন উৎস হতে তার ওপর হামলার আশঙ্কার কথা শুনতে পান। সর্বশেষ গত ১৪ ডিসেম্বর সন্ধ্যার দিকে কাফরুল থানাধীন মিরপুর ১৪ নম্বর বৃহত্তর ময়মনসিংহ সমিতির অফিসে থাকাকালীন সময়ে পরিচিত লোকজনের মাধ্যমে শফিকুল জানতে পারেন অচেনা বিবাদীরা তার ওপর হামলা ও জীবনের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে।

জিডির বিষয়টি নিশ্চিত করে ঢাকা ১৫ আসনের বিএনপি সমির্থত প্রার্থী ও যুবদলের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, জিডির ঘটনাটি সত্যি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।