মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জ্যোতির বিরুদ্ধে জাহানারার গুরুতর অভিযোগ, কী বলছে বিসিবি

স্পোর্টস ডেস্ক
নভেম্বর ৫, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। সম্প্রতি সেখান থেকে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জাতীয় দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে অনৈতিক সুবিধা গ্রহণ ও জুনিয়র খেলোয়াড়দের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ তুলেছেন।

জাহানারার এই বক্তব্য নজরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। মঙ্গলবার (৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, জাহানারার উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও অসত্য।

বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘সম্প্রতি জাতীয় নারী দলের সাবেক এক সদস্য গণমাধ্যমে কিছু মন্তব্য করেছেন, যেখানে তিনি বর্তমান অধিনায়ক, খেলোয়াড়, স্টাফ ও টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন। এসব অভিযোগকে বিসিবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে, কারণ এগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।’

বোর্ডের বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ নারী দল যখন আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করছে, তখন এমন বিভ্রান্তিকর ও অপমানজনক মন্তব্য অত্যন্ত দুঃখজনক। বিসিবি মনে করে, এ ধরনের বক্তব্যের উদ্দেশ্য দলের মনোবল নষ্ট করা এবং তাদের ঐক্যে আঘাত হানা।’বিসিবি আরও উল্লেখ করে, ‘যিনি এমন মন্তব্য করেছেন, তিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের কোনো কর্মকাণ্ড বা পরিকল্পনার সঙ্গে যুক্ত নন। তবুও তিনি প্রাসঙ্গিকতা ছাড়াই বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন।’

সবশেষে বোর্ড জানায়, ‘বিসিবি নারী দলের নেতৃত্ব, খেলোয়াড় ও ম্যানেজমেন্টের প্রতি পূর্ণ আস্থা রাখে। বোর্ডের তদন্তে কোনো অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। বিসিবি দলের সদস্যদের পাশে থাকবে এবং তাদের সর্বাত্মক সহায়তা দেবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।