শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, কারখানা ছুটি ঘোষণা

গাজীপুর প্রতিনিধি
ডিসেম্বর ২৩, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের টঙ্গী শিল্পাঞ্চলের তিলারগাতি এলাকায় কনসেপ্ট নিটিং লিমিটেড নামক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানাটির ছুটি ঘোষণা করেছেন কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন বড় দেওড়ার তিলারগাতি এলাকায় কনসেপ্ট নিটিং লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কনসেপ্ট নিটিং লিমিটেড কারখানার তৃতীয় তলায় হঠাৎ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। এ খবরে আরও শ্রমিক অসুস্থ হয়ে পড়লে পর্যায়ক্রমে ৪০-৫০ জনকে হাসপাতালে নেওয়া হয়। শ্রমিকদেরকে চিকিৎসার জন্য টঙ্গীর গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসকদের ধারণা শ্রমিকরা প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়েছে। অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য ছুটি ঘোষণা করেন।

কনসেপ্ট নিটিং লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা সাজ্জাদুর রহমান বলেন, প্যানিক অ্যাটাকে ৩০-৩৫ জন শ্রমিক অসুস্থ হয়েছে। আজ কারখানা ছুটি দেওয়া হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি শাহিন খান সমতল মাতৃভূমি’কে বলেন, কনসেপ্ট গার্মেন্টসে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়েছে। তবে কেন অসুস্থ হলো তা খতিয়ে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।