বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে বিকাশ কর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৪, ২০২৫ ১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুরের টঙ্গীতে বিকাশের কর্মীকে গুলি করে প্রায় ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গীর আনারকলি রোডে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ বিকাশ এজেন্ট কর্মচারী আরিফ হোসেন (৩৫) টঙ্গীর দত্তপাড়া হাউজ বিল্ডিং এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। এসময় সাথে থাকা আরিফের সহকারী আজাদ একই এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে , আরিফ একজন বিকাশ এজেন্টের কর্মচারী। তিনি তার সহকারী আজাদকে নিয়ে টঙ্গী বাজারের বিভিন্ন বিকাশের দোকান থেকে এজেন্টের ১৪ লাখ ৭৭ হাজার টাকা তোলে টঙ্গী পূর্ব থানাধীন আনারকলি রোডের ৮নং মা সফুরুন্নেছা সুপার মার্কেটের সামনে আসেন। সেখানে আসা মাত্রই আগে থেকে উৎপেতে থাকা ছিনতাইকারীরা প্রথমে আরিফ হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ভুক্তভোগীর ডান পাশে বুকের নিচে গুলি লাগে এবং বাম পাশে বুকে গুলির স্লিপ করা দাগ সৃষ্টি হয়। একই সময়ে, সন্ত্রাসীরা ভুক্তভোগীর সহকারী আজাদকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এতে তারা দুজন গুরুতর আহত হলে ছিনতাইকারীরা তাদের কাছে থাকা প্রায় ১৫ লাখ টাকা ছিনতাই করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আশপাশের লোকজন আরিফ হোসেন ও আজাদকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়।

টঙ্গী সরকারি হাসপাতালের সহকারী সার্জন ডা. মোসা. নাহিদা সুলতানা জানান, গুলিবিদ্ধ আহতকে রক্তক্ষরণ বন্ধ করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান সমতল মাতৃভূমি’কে বলেন, গুলি করে ১৪ লাখ ৭৭ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।