শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গী জোড় ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৮, ২০২৫ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আগত নূর আলম (৮০) ও চাঁন মিয়া (৬০) নামে দুই মুসল্লি ইন্তেকাল করেছেন। শুক্রবার ভোররাতে নূর আলম এবং দুপুরে চাঁন মিয়া ময়দানে তাদের জন্য নির্ধারিত নিজ নিজ খিত্তায় মৃত্যুবরণ করেন।

মৃত নূর আলম নোয়াখালী জেলা সদরের আন্ডারচর কাজীর তালুক গ্রামের সুলতান আহমদের ছেলে এবং চাঁন মিয়া জামালপুর জেলার সরিষাবাড়ী এলাকার বাসিন্দা।বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগ জামায়াত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি গণমাধ্যম কে জানান, টঙ্গী ময়দানে ৫ দিনব্যাপী জোড় ইজতেমায় নোয়াখালী জেলার মুসল্লিদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান করছিলেন নূর আলম এবং জামালপুর জেলার জন্য নির্ধারিত খিত্তায় চাঁন মিয়া। রাতে নূর আলম খিত্তায় ঘুমিয়ে যান। পরে সাথীরা তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে জামালপুর জেলার খিত্তায় অবস্থানকালে চাঁন মিয়া শুক্রবার দুপুরে হঠাৎ স্ট্রোক করেন। পরে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, জুমার নামাজের পরে নূর আলমের জানাজা অনুষ্ঠিত হয়। চাঁন মিয়ার জানাজার নামাজ বাদ আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।