বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গী মসজিদের খতিব হাত,পা বাঁধা অবস্থায় পঞ্চগড়ে উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৩, ২০২৫ ১১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুরের টঙ্গী টিএন্ডটি এলাকার বিটিসিএল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মহিবুল্লাহ মাদানীকে পঞ্চগড়ের সদর থানার হেলিপ্যাড বাজার এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার ছেলে আব্দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

পঞ্চগড় সদর থানা পুলিশ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে তাকে একটি গাছের সঙ্গে লোহার শিকল দিয়ে বাঁধা অজ্ঞান অবস্থায় উদ্ধার করে এবং স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে।

মাওলানা মহিবুল্লাহ বুধবার ফজর নামাজের পর হাটাহাটি করতে গিয়ে অপহরণের শিকার হন। খোঁজ না পেয়ে তার পরিবারের সদস্যরা বুধবার রাতে টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয়রা জানান, মাওলানা মহিবুল্লাহ জুমার খুতবায় হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন ও হিন্দু ছেলেদের মাধ্যমে মুসলিম মেয়েদের প্রতারণার মাধ্যমে সামাজিক অবক্ষয় ঘটানোর বিষয় নিয়ে সচেতনতামূলক বয়ান দিতেন। এরপর থেকেই তাকে হুমকি দেওয়া হয় এবং বেশ কয়েকটি উড়ো চিঠি পাঠানো হয়।

এ ঘটনায় পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহিল জামান জানান, মাওলানা মুহিবুল্লাহ মাদানীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।