বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ কান্ডে ডিলার কে আটক করেছে পুলিশ

শেরপুর প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

টিসিবির চাল দেওয়া হচ্ছে না গ্রাহকদের। নয়ছয় করে সেই চাল বেশি দামে বিক্রি করা হচ্ছে কালোবাজারে। অভিযোগের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকেলে শেরপুর পৌর এলাকার শেখহাটি বাজার থেকে ২৪৮ বস্তায় সাড়ে সাত টন চাল জব্দ করা হয়েছে। এ সময় ডিলার নজরুল ইসলামকে আটক করে পুলিশ। তিনি পাকুরিয়া ইউনিয়নের গণইভরুয়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) শেরপুর পৌর এলাকার ডিলার নজরুল ইসলাম গ্রাহকদের কাছে চাল বিক্রি না করে বেশি দামে কালোবাজারে বিক্রি করে আসছিলেন। ঘটনাটি গোপনে টিসিবি কর্তৃপক্ষকে জানান গ্রাহকরা। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়ার নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় শেখহাটি বাজারের জান্নাত এন্টারপ্রাইজ নামে একটি দোকান থেকে অবৈধভাবে মজুত করা সাড়ে সাত টন চাল জব্দ করা হয়। সদুত্তর দিতে না পারায় ডিলার নজরুলকে আটক করে পুলিশ।

তবে ডিলার নজরুল ইসলাম জানান, তিনি টিসিবির চাল বিক্রি শেষে ওই ব্যক্তির দোকানে কিছু চাল রেখেছিলেন গ্রাহকের কাছে বিক্রির জন্য। অবৈধ মজুত করেননি।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম গণমাধ্যম কে লেন, কালোবাজারে বিক্রির অভিযোগ পেয়ে টিসিবির ডিলারকে চালসহ আটক করা হয়েছে। তদন্ত চলমান। যদি তিনি দোষী হন, তবে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।