মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টি-টোয়েন্টিতে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড ভারতের কিরন নাবগিরের

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ১৮, ২০২৫ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

নারীদের স্বীকৃত টি-টোয়েন্টিতে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতীয় তারকা কিরন নাবগিরে। তিনি ৩৪ বলে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েন।

গত চার বছর ধরে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ডটি নিউজিল্যান্ডের অভিজ্ঞ তারকা সোফি ডিভাইনের দখলে ছিল। তার ৩৬ বলের সেই রেকর্ড ভেঙে দিয়েছেন ভারতীয় তারা।

আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে অবশ্য দ্রুততম সেঞ্চুরির (৩৮ বল) রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের দিয়েন্দ্রা ডটিনের।

ভারতের ঘরোয়া টুর্নামেন্ট সিনিয়র ওমেন্স টি-টোয়েন্টি ট্রফিতে শুক্রবার (১৭ অক্টোবর) বিশ্ব রেকর্ড গড়া ইনিংস খেলেন কিরন। ডানহাতি এই ব্যাটসম্যান ভারতের হয়ে ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন।

গতকাল নাগপুরে পাঞ্জাবের বিপক্ষে মহারাষ্ট্রের হয়ে ৩৫ বলে ১৪টি চার আর ৭টি ছক্কার সাহায্যে ১০৬ রান করেন নাবগিরে। তার ব্যাটিং তাণ্ডবে ১১১ রানের লক্ষ্য তাড়ায় ৮ ওভারেই জয় নিশ্চিত করে মহারাষ্ট্র।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ৩৮ বলে সেঞ্চুরি করেছেন ক্যারিবীয় ব্যাটার ডটিন। স্বীকৃত টি-টোয়েন্টির হিসাবে তিনি অবস্থান করছেন কিরন নাবগিরে ও সোফি ডিভাইনের পর। এছাড়া বিগ ব্যাশে অস্ট্রেলিয়ার গ্রেস হ্যারিস ও দ্য হান্ড্রেডে ইংল্যান্ডের ডেভিনা পেরিন সমান ৪২ বলে সেঞ্চুরি করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।