শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

“ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সংলাপে বক্তারা, সহিংসতা বন্ধে সব দলের ঐকমত্য জরুরি, সহিংসদের ভোট দিতে চায় না মানুষ

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৭, ২০২৫ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

দেশে জননিরাপত্তার অবনতি এবং বিচারব্যবস্থার দুর্বলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক সমাজ, রাজনৈতিক দল ও গবেষণা অঙ্গনের বক্তারা। বুধবার (১৭ ডিসেম্বর) ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত ‘নিরাপত্তা ও অধিকার: কী চাই, কী পাচ্ছি?’ শীর্ষক এক নাগরিক সংলাপে তারা বলেন, বর্তমান বাস্তবতায় নাগরিকের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে একক দলীয় উদ্যোগ যথেষ্ট নয়; প্রয়োজন জাতীয় ঐক্য, রাজনৈতিক জবাবদিহিতা এবং কার্যকর প্রাতিষ্ঠানিক সংস্কার।

সংলাপে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ক্যাথরিন সিসিল জানান, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের একটি নতুন জরিপ যা ৫ থেকে ৩০ নভেম্বর, ওসমান হাদীকে গুলি করার ঘটনার আগেই পরিচালিত, তা দেখিয়েছে যে ৯২.৩ শতাংশ উত্তরদাতা সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কোনো রাজনৈতিক দল বা প্রার্থীকে ভোট দেবেন না। পাশাপাশি প্রায় অর্ধেক উত্তরদাতা মনে করেন, শান্তি প্রতিষ্ঠা ও সহিংসতা কমাতে রাজনৈতিক দলগুলো পর্যাপ্ত কাজ করছে না।

তিনি আরও জানান, নভেম্বর মাসে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জরিপে ৫৪.৭ শতাংশ উত্তরদাতা বলেছেন, বাংলাদেশ ভুল পথে এগোচ্ছে যা জুন ও জুলাইয়ের জরিপের তুলনায় উল্টো প্রবণতা। নভেম্বরের উত্তরদাতারা ভুল পথে যাওয়ার প্রধান কারণ হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলেছেন।

ক্যাথরিন সিসিল বলেন, সাম্প্রতিক তথ্য ইঙ্গিত দেয় এসব সমস্যার সমাধানে নাগরিকদের প্রত্যাশা তীব্র। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জরিপে উত্তরদাতারা নতুন সরকারের শীর্ষ অগ্রাধিকার হিসেবে আইনশৃঙ্খলা পুনরুদ্ধারের কথা বলেছেন। তথ্যগুলো স্পষ্টভাবে দেখায় নিরাপত্তা ও সুরক্ষার সমস্যা সমাধানে নাগরিকরা আগ্রহী ও উদগ্রীব। এ প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা শোনা এবং বিশেষজ্ঞদের মতামত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ প্রসঙ্গে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, গত ২৪ বছর ধরে রাজনৈতিক সহিংসতা বিরোধীদের দমন করতে ব্যবহৃত হলেও এতে সাধারণ মানুষের কোনো উপকার হয়নি। বরং সহিংসতার রাজনীতি জননিরাপত্তাকে আরও দুর্বল করেছে এবং আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করেছে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং সংসদীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থী মনিরা শারমিন বলেন, নির্বাচনকেন্দ্রিক রাজনীতির বাইরে এসে মৌলিক নাগরিক অধিকার ও নিরাপত্তার প্রশ্নে রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলা জরুরি। প্রতিশোধের রাজনীতি বন্ধ না হলে টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কার সম্ভব নয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, নিরপেক্ষ ও শক্তিশালী সুশীল সমাজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় প্রভাব ও দুর্নীতি কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। সুশীল সমাজ বর্তমানে দুর্বল হলেও সরকার ও রাজনৈতিক শক্তিগুলোর উচিত এই খাতে কাঠামোগত সহায়তা জোরদার করা।

সবশেষে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং সংসদীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থী এ বি এম মোশাররফ হোসেন বলেন, একজন নাগরিক আজ নিশ্চিন্তে ঘুমাতে পারেন না। তার ভাষায়, পুলিশি হয়রানি এখন জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। নিরপরাধ মানুষ যেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হেনস্তার শিকার না হন, তা নিশ্চিত করতে কার্যকর জবাবদিহি ও পেশাদারিত্ব জরুরি।

বিষয়ভিত্তিক আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালমা আক্তার বলেন, নিরাপত্তাহীনতার ভয় নারীদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। ঘর ও বাইরে, উভয় পরিসরেই নারীরা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকেন। নারীদের নিরাপত্তা প্রশ্নে রাষ্ট্রের নীতি ও বাস্তবায়নের মধ্যে বড় ধরনের ফাঁক রয়ে গেছে।

মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, মানবাধিকার নিয়ে আলোচনা কেবল নির্বাচনকালেই সীমাবদ্ধ থাকে। অন্য সময়ে এ বিষয়ে কার্যকর মনোযোগ দেখা যায় না। মন্ত্রণালয় পর্যায়ে আইন প্রণয়ন বা রাষ্ট্রীয় চুক্তির ক্ষেত্রে জনগণের মতামত যথাযথভাবে প্রতিফলিত না হওয়ায় আস্থার সংকট তৈরি হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

সংলাপের উপসংহারে বক্তারা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে কোনো একক দল নয়, জাতীয় ঐক্য অপরিহার্য। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও রাজনৈতিক সদিচ্ছা এমনভাবে নিশ্চিত করতে হবে, যাতে নাগরিকেরা ভয়মুক্তভাবে নিরাপদ জীবনযাপন করতে পারেন এবং আইনের শাসন কার্যকরভাবে প্রতিষ্ঠিত হয়।

এফসিডিও’র আর্থিক সহায়তায় ‘বি-স্পেস’ প্রজেক্টের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও যমুনা টেলিভিশনের আয়োজনে এই নাগরিক সংলাপটি অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।