শুক্রবার, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তথ্যপ্রযুক্তির সহায়তায় বড়াইগ্রামে চাঞ্চল্যকর মমতাজ হত্যা মামলার আসামি গ্রেফতার   

নাটোর প্রতিনিধি
অক্টোবর ৯, ২০২৫ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় চাঞ্চল্যকর শফিউল্লাহ ইঞ্জিনিয়ারের স্ত্রী মমতাজ হত্যার রহস্য উদঘাটন করে ৩ দিনের মধ্যে আসামিদের গ্রেফতার করেছে বড়াইগ্রাম থানা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকান্ডে সরাসরি জড়িত ফাউজিয়া খাতুন (২০) ও তার কথিত স্বামী মিনারুলকে (২৫) আটক করার পর ঘটনার আদ্যোপান্ত স্বীকার করেছেন। অভিযুক্ত ফাউজিয়া খাতুন উপজেলার সরদারপাড়া গ্রামের শহিনুজ্জামান শাহিনের মেয়ে ও নিহতের নাতনি।

স্থানীয় ও পুলিশি সুত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর নিহত মমতাজ খাতুন নিজ গ্রামের মৃত ইউনুস কাজির পুত্র আবু শামা কাজী (৬৫) ও পার্শবর্তী পাঠানপাড়া গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের স্ত্রী সুফিয়া খাতুনকে (২৭) কেয়ারটেকার হিসেবে নিয়ে বাড়িতে বসবাস করতেন।

ঘটনার সময় উল্লেখিত দুই জন কেয়ারটেকার কেউ বাড়িতে ছিলন না। তাদের মধ্যে আবু শামা কাজী রাত আটটার দিকে মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। ঘটনার সময় সুযোগ বুঝে প্রথমে ফাউজিয়া খাতুন তার দাদীর ঘরে একা প্রবেশ করে, পরে তার স্বামীকে ডেকে নিয়ে দাদীর পরিহিত স্বর্ণালঙ্কার গলার চেইন, হাতের রুলি,বালা, আঙ্গুলের আংটি, তিনটি কানের দুল ছিনিয়ে নেয় ও দাদীকে নির্মমভাবে হত্যা করে।

ঘাতকরা গহনা বিক্রী করে বুধবার রাত ১১টার দিকে ঢাকা উদ্দেশ্য পালিয়ে যাওয়ার সময় নাটোর হরিশপুর বাসষ্ট্যান্ড থেকে ফাউজিয়া ও তার কথিত স্বামী মিনারুলকে আটক করেছে পুলিশ।

আসামিদের স্বীকারোক্তিতে জানা গেছে , নিহত মমতাজ বেগমের গহনার জন্যই মূলত তারা হত্যাকান্ডটি ঘটিয়েছে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম সারওয়ার হোসেন গণমাধ্যম কে জানান, আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।হত্যার কারণ জানতে পেরেছি।আটককৃত ফাউজিয়া খাতুন ও মিনারুলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।