শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে যোগ দিতে ঢাকায় যাওয়ার পথে কৃষকদল নেতার মৃত্যু

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ডিসেম্বর ২৫, ২০২৫ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

মুন্সী খাইরুজ্জামান আলম

দীর্ঘ ১৭ বছর পর আজ বৃহস্পতিবার দেশে ফিরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনের সাক্ষী হতে নড়াইল লোহাগড়া থেকে ঢাকায় যাওয়ার পথিমধ্যে ভাঙ্গায় পৌঁছানোর পর হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেলেন কৃষক দল নেতা মুন্সী খাইরুজ্জামান আলম (৪৮)। বুধবার দিবাগত রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

মুন্সি খাইরুজ্জামান আলম তিনি লোহাগড়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক ছিলেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার তানজিরুল ইসলাম মামুন জানান, রাত ১২টার দিকে মৃত অবস্থায় জরুরি বিভাগে আনা হয় খাইরুজ্জামানকে। পরে তাকে ডাক্তারি পরীক্ষা শেষে জানা যায়, তার হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।

গাড়িবহর সূত্র ও ভাঙ্গা উপজেলা কৃষক দলের নেতাকর্মীরা জানান, নড়াইল লোহাগড়া থেকে ঢাকার উদ্দেশ্য কয়েকটি মাইক্রোবাসে রওনা দেন নড়াইল উপজেলা কৃষকদলের নেতাকর্মীরা। এরপর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর জেলার ভাঙ্গা ইন্টারচেঞ্জ এরিয়ায় পৌঁছায় গাড়িবহর। এসময় গাড়িবহরে থাকা অবস্থায় হার্ট অ্যাটাক করেন খাইরুজ্জামান। পরে তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হলে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ জানান, আমাদের নেতা তারেক রহমানকে দেখতে নড়াইল লোহাগড়া থেকে কয়েকটি গাড়িবহর নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা হন নড়াইল কৃষক দলের আহ্বায়ক মুন্সি খাইরুজ্জামান আলম। ভাঙ্গায় পৌঁছালে গাড়িবহরের মধ্যে তার হার্টের সমস্যায় মৃত্যু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।