শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে অবৈধ দোকানপাট অপসারণে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান 

মকবুল হোসেন
ডিসেম্বর ১৭, ২০২৫ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বাসট্যান্ড এলাকায় ওভারব্রিজে অবৈধভাবে পরিচালিত দোকানপাট অপসারনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। আজ ১৭ডিসেম্বর বুধবার এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওভারব্রিজ থেকে তাৎক্ষণিক দোকানসমূহ অপসারণ করা হয় ও আইন লঙ্ঘন করায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর আওতায় এবং পরবর্তীতে সড়কে অবৈধ পার্কিং এর জন্য একটি বাসের ড্রাইভারকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৭ টি মামলায় ৬৫০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার, ত্রিশাল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী নেতৃত্বে মোবাইল কোট অভিযান পরিচালিত হয়। এ অভিযানে আইনগত সহায়তা করেন ত্রিশাল থানার পুলিশ সদস্যবৃন্দ এবং অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জনস্বার্থে উপজেলা প্রশাসন, ত্রিশালে এসব অভিযান অব্যাহত থাকবে উপজেলা নির্বাহী র্কমকর্তা অভিযান কালে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।