ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের বোম্ব ডিসপোজাল ইউনিট রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ছয়টি ককটেল উদ্ধার করে সফলভাবে নিষ্ক্রিয় করেছে।
সিটিটিসি সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর আনুমানিক ১২:৩৫ ঘটিকায় সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর দারুস সালাম থানাধীন এলাকার একটি বাসা থেকে ৬টি ককটেল উদ্ধার করে। পরবর্তীতে জননিরাপত্তার কথা বিবেচনা করে দুপুর আনুমানিক ০২:২৫ ঘটিকায় দারুস সালাম থানাধীন গোলার টেক মাঠে সফলভাবে ০৬টি ককটেল নিরাপদে নিষ্ক্রিয় করে।
নিষ্ক্রিয় শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আলামতসমূহ দারুস সালাম থানায় বুঝিয়ে দেওয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
