শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দোকান কর্মচারীদের পিস্তল দেখিয়ে হত্যার হুমকি যুবলীগ নেতার স্ত্রীর, চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
নভেম্বর ২৮, ২০২৫ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে কর্মচারীদের হত্যার হুমকি। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় একটি ফার্মেসিতে ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে কর্মচারীদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের এক নেতার স্ত্রীর বিরুদ্ধে। ইতোমধ্যে এ ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ব্যাপারে জেলা শহরের কুমারশীল মোড়ের মিনহাজ ফার্মেসির মালিক মো.কাউসার ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবু কাউসার ২০২৪ সালের ৫ আগস্ট বিভিন্ন রাজনৈতিক মামলায় আসামি হয়ে পলাতক রয়েছেন। এ অবস্থায় প্রথম স্ত্রী লিজা আক্তারকে রেখে তিনি গোপনে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর সন্তানের জন্মের পর বিষয়টি প্রথম স্ত্রীর জানলে তিনি ক্ষুব্ধ হন। দ্বিতীয় স্ত্রী কোথায় থাকছেন তা জানতে লিজা আক্তার বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকেন। একপর্যায়ে জানতে পারেন, তার স্বামীর দ্বিতীয় স্ত্রীর ভাই কুমারশীল মোড়ের ওই ফার্মেসিতে চাকরি করেন।

২৩ নভেম্বর সন্ধ্যায় লিজা আক্তার মিনহাজ ফার্মেসিতে যান। সেখানে দ্বিতীয় স্ত্রীর ভাইকে না পেয়ে তিনি ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে দোকানের কর্মচারীদের হত্যার হুমকি দেন বলে অভিযোগে বলা হয়েছে।

ফার্মেসির মালিক মো. কাউসার বলেন, লিজা আক্তার দোকানে এসে দ্বিতীয় স্ত্রীর ভাইকে খুঁজছিলেন। তাকে না পেয়ে তিনি পিস্তল বের করে আমাকে ও আমার স্টাফদের গুলি করে হত্যার হুমকি দেন। পরে আমি থানায় অভিযোগ করি।

যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত লিজা আক্তারের বক্তব্য পাওয়া যায়নি।

সদর মডেল থানার এসআই আব্দুল আলিম বলেন, অভিযোগের তদন্তের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।