মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ধামইরহাটে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২০, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর ধামইরহাটে আড়ানগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মোসাদ্দেকুর রহমানকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২০ নভেম্বর (বৃহস্পতিবার) ধামইরহাট উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সে আড়ানগড় ইউনিয়নের গকুল গ্রামের মরহুম মোজাফফর রহমানের ছেলে।

ধামইরহাট থানা পুলিশ জানান, গত ২০২৪ সালের ৫ অক্টোবর শনিবার উপজেলার ইসবপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনায় ওই এলাকার রাজু হোসেন নামে একজনের দায়েরকৃত মামলার প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমানকে গ্রেফতার দেখানো হয়। ওই মামলায় ২৬ জনকে আসামি ও অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে মারামারি ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। মামলা নং ০৬।

ধামইরহাট থানা অফিসার ইনচার্জ ইমাম জাফর জানান, নাশকতার মামলায় গ্রেফতাকৃত আসামিকে নওগাঁ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।