মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নদীতে গোসল করা নিয়ে দুপক্ষের দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩০

ফরিদপুর প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

সংঘর্ষে দুপক্ষ ব্রিজটি ব্যবহার করে। ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে পূর্বশত্রুতার জেরে ও নদীতে গোসল করাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে হামলা, সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (২৪ নভেম্বর) সকালের দিকে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৬ নভেম্বর উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের চরপাড়া গ্রামের রাকিব শেখের ছেলে রাজ (৭) ও হারুন শেখের ছেলে রহমতের (১০) নদীতে গোসল করা নিয়ে মারামারি হয়। এ ঘটনায় ২২ নভেম্বর রাতে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার জন্য সালিশ বৈঠক হয়। সালিশে সন্তুষ্ট হয়নি হারুন শেখ। এর জেরে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী বাজার ও পরমেশ্বরদী পশ্চিমপাড়া এলাকায় অতর্কিত হামলা চালায় পার্শ্ববর্তী সালথা উপজেলার খাড়দিয়া ও পরমেশ্বরদীর এক অংশের লোকজন। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছেন।

এদের মধ্যে গুরুতর আহত হন- শেখর ইউনিয়নের দৈবনন্দপুর গ্রামের আফতাব (৪২), দুর্গাপুর চকপাড়া গ্রামের নাদেন (২৪), সবজি ব্যবসায়ী রেজাউল (৫০), বাজিতপুর গ্রামের বিপ্লব (৩৫), তেলজুড়ী গ্রামের ওহিদ (৪০), ইউনুস (৫০), দুর্গাপুর গ্রামের লিপটন শিকদার (৩৫)। বাকিদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয়দের অভিযোগ, সালথা উপজেলার খারদিয়া গ্রামে মুশফিক বিল্লাহ ও টুলু মিয়া তাদের লোকজনকে নিয়ে তেলজুড়ী গ্রামে আক্রমণ করে। এ সময় তেলজুড়ী এলাকায় ১৮টি ঘর ও বাজারের ৫টি দোকান ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

এ বিষয়ে খারদিয়ার ইউনিয়নের মুশফিক বিল্লাহ জিহাদ ও টুলু মিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ বলেন, খারদিয়া গ্রামের বাসিন্দা মুশফিক বিল্লাহ ও তার দলবল ঢাল, সড়কি, দেশীয় অস্ত্র নিয়ে আমাদের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়।

এ বিষয়ে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী, বোয়ালমারী সার্কেল) আজম খান বলেন, পার্শ্ববর্তী সালথা উপজেলা থেকে কিছু লোক ওই এলাকায় পূর্বশদ্রুতার জেরে প্রবেশ করে। এলাকার দুই বাচ্চা গোসল করা নিয়ে মারামারিতে জড়িয়ে পরলে এর জেরে সংসর্ষের এ ঘটনা ঘটে। এ সময় বাড়িঘর ভাঙচুর করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, ভিডিও ফুটেজ দেখে আমরা প্রকৃত দোষীদের আটক করব। এ ঘটনায় মামলা হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। দুজনকে আটক করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।