বৃহস্পতিবার, ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাটোরের লালপুর সাইবার অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযানে ২০ টি মোবাইলসহ ১২ জন গ্রেফতার

নাটোর প্রতিনিধি
অক্টোবর ৯, ২০২৫ ১০:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

 

নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া ও দূরদুরিয়া ইউনিয়নে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাইবার অপরাধীদের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ২টা থেকে ৪টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।পরিচালিত এ অভিযানে ২০ টি মোবাইলসহ ১২ জন সাইবার অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।

উদ্ধারকৃত মোবাইল সাইবার জালিয়াতির কাজে ব্যবহার হয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।

গ্রেফতারকৃত আসামিরা জনপ্রিয় মেসেজিং অ্যাপ, ইমো, ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে দীর্ঘদিন ধরে অনলাইনে আর্থিক প্রতারণা ও জালিয়াতির সাথে জড়িত ছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, মো: নাজমুল হোসাইন (২৪) পিতা- আলতাফ হোসেন, এমডি ওবায়দুর আলী (২৪) পিতা- শাহজাহান আলী, মো: এখলাছ মন্ডল (২৩) পিতা- আজগর মন্ডল, মো: রাজু আহমেদ (২২) পিতা- তসলিম আলী, মো: মারুফ হোসেন (২৩) পিতা- আ: মালেক, মো: আরিফুল ইসলাম (৩০) পিতা- মোসাব্বর হোসেন, মো: রাসেল আহমেদ (২০) পিতা- ফজলুর রহমান, মো: রুবেল সরদার (২৫) পিতা- জটু সরদার, মো: সোহাগ আলী (২৮) পিতা- বাবলু সরকার, মো: মুন আহমেদ (১৭) পিতা- শরিফুল ইসলাম, টুটুল আলী (১৬) পিতা- নাজির প্রামাণিক, মো: আহমেদ আলী সাব্বির (১৭) পিতা- জামুরল খানদার।

অভিযান শেষে গ্রেফতারকৃত ব্যক্তিদের যথাযথ আইনে ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন।সাইবার অপরাধ দমনে ভবিষ্যতেও এরকম কার্যকর উদ্যোগ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ডিজিটাল অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হলে এলাকাবাসীর ভেতরে স্বস্তি ফিরে আসবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।