সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের বিশ্বকাপ বয়কট করার খবরটি গুজব

স্পোর্টস ডেস্ক
জানুয়ারি ১৯, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তান বিশ্বকাপ খেলবে না, এমন খবর প্রকাশ পেয়েছিল। সংগৃহীত ছবি

নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায় না বাংলাদেশ। আইসিসির সঙ্গে বিসিবির এ নিয়ে দরকষাকষিও চলছে। তবে এরমাঝে পাকিস্তানের একাধিক গণমাধ্যম জানিয়েছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশাপাশি পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। তবে খবরটিকে ভুয়া বলছে গালফ নিউজ।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র জানিয়েছে, পাকিস্তান কোনোভাবেই বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেবে না। রিভস্পোর্টস নামের একটি চ্যানেলের বরাতে গালফ নিউজ জানিয়েছে, বয়কটের বিয়ষটি স্রেফ লোকের বানানো।

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কটের ব্যাপারে পিসিবির ওই সূত্র জানিয়েছে, ‘না, এটি পিসিবির অবস্থান নয়। মানুষ এসব তথ্য ছড়ায় কেবল বিষয়টি উত্তপ্ত করার জন্য।’ সূত্রটি আরও জানান, পাকিস্তানের কোনো ভিত্তি নেই টুর্নামেন্ট থেকে সরে আসার। কারণ পিসিবি ইতোমধ্যে ম্যাচগুলো শ্রীলংকায় খেলছে।

তবে পাকিস্তান বাংলাদেশ সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। দেশটির বোর্ড মনে করে, বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ যথাযথ ও যৌক্তিক। তবে তারা বিশ্বকাপ বয়কট করবে, এমন সিদ্ধান্ত এখনও আনুষ্ঠানিকভাবে আসেনি বা বোর্ডের কোনো কর্মকর্তা সরাসরি বলেনওনি।

তবে সোমবার পাকিস্তানের গণমাধ্যম জিও সুপার জানিয়েছিল, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সব ধরনের প্রস্তুতি আপাতত স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সূত্র জানায়, খুব শিগগিরই দল পরিচালনা বিভাগকে পরবর্তী করণীয় জানাবে।

রোববারও খবর আসে, বাংলাদেশের সমস্যা সন্তোষজনকভাবে সমাধান না হলে পাকিস্তান বিশ্বকাপে খেলার বিষয়টি পর্যালোচনা করবে। বোর্ডের ভেতরের একাধিক ব্যক্তি বলেছেন, আয়োজন বা অংশগ্রহণ নিয়ে কোনো দেশকে চাপ দেওয়া বা হুমকি দেওয়া উচিত নয়। এর আগে ১১ জানুয়ারি পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, শ্রীলঙ্কায় ভেন্যু না পাওয়া গেলে তারা বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে আগ্রহী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।