মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে দেশে ফ্যাসিস্ট শাসন কায়েম হবে

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।।

‎ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন,জনগণের ভোটাধিকার ও প্রতিটি ভোটের মূল্যায়ন নিশ্চিত করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নেই। পিআর (অনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি ছাড়া নির্বাচন হলে দেশে ফ্যাসিস্ট শাসন কায়েম হবে। কালোটাকার প্রভাব, চাঁদাবাজি, জুলুমবাজি ও নির্যাতন বেড়ে যাবে।

‎শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা উত্তরের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎তিনি আরও বলেন, মুক্তির পর এক বছর অতিবাহিত হলেও জনগণের দাবিগুলো এখনো বাস্তবায়িত হয়নি। তাই ৩ দফা দাবি বাস্তবায়নে জাতীয় ঐক্য গড়ে উঠছে। দাবিগুলোর মধ্যে রয়েছে— আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজন, রাষ্ট্রের মৌলিক সংস্কার বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার।


‎গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজি। সঞ্চালনায় ছিলেন জেলা উত্তর সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম ও দক্ষিণ সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মুফতি এসহাক মুহাম্মদ আবুল খায়ের, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম ও কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা কাজী মামুনুর রশিদ খান।

‎এ সময় চরমোনাই পীর ভোলার চারটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। প্রার্থীরা হলেন— ভোলা-১ আসনে মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা, ভোলা-২ আসনে মুফতি রেজাউল করিম, ভোলা-৩ আসনে মুফতি মোসলে উদ্দিন ও ভোলা-৪ আসনে প্রফেসর কামাল উদ্দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।