শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পুকুরে মাছের জালে উঠে এলো ককটেলভর্তি ব্যাগ

গাজীপুর প্রতিনিধি
জানুয়ারি ১৭, ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলেন জেলেরা। সেই জালে উঠে এলো একটি ভারী শপিং ব্যাগ। জেলেরা ব্যাগ খুলে দেখতে পান সাতটি ককটেল সদৃশ বস্তু। মুহূর্তের মধ্যে হইচই পড়ে যায়। জড়ো হন শত শত মানুষ। খবর দেওয়া হয় পুলিশে। প্রাথমিক পরীক্ষার পর সেগুলো নেওয়া হয় গাজীপুরের শ্রীপুর থানায়। পুলিশ জানায়, ককটেলগুলো নিষ্ক্রিয় করার জন্য সংশ্লিষ্ট বিভাগে চিঠি দেওয়া হচ্ছে।

শুক্রবার সকালে শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় পিয়ার আলী কলেজের পুকুরে জাল ফেলেছিলেন জেলেরা। স্থানীয়রা জানান, মাছ চাষের জন্য এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ইজরা নিয়েছেন বিশাল আকৃতির পুকুরটি। নানা জাতের মাছ চাষ করছেন তিনি। পেশাদার কয়েকজন জেলে এনে মাছ ধরার উদ্যোগ নেন। মাছের সঙ্গে জালে ভারী ব্যাগ উঠে আসে। ব্যাগটিতে ইট বেঁধে রাখা ছিল। এ খবর ছড়িয়ে পড়লে ভিড় জমান লোকজন। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

শ্রীপুর থানা পুলিশ জানায়, খবর পেয়ে সকাল ৯টার দিকে থানার একটি টিম সেখানে যায়। নিরাপত্তার জন্য লোকজনকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। সেনাবাহিনী ও র‍্যাবের সদস্যরাও সেখানে যান। দুপুর সাড়ে ১২টার দিকে বম্ব ডিসপোজাল ইউনিট বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা শুরু করে। পরে সেগুলো নিরাপদে থানায় নেওয়া হয়।

পুকুরের ইজারাদার জাহাঙ্গীর আলম জানান, জালে ব্যাগ উঠে আসার পরপরই তারা কৌতূহল নিয়ে সেটি খুলেন। ককটেলের মতো বস্তু দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির আহমদ জানান, জালে উঠে আসা ককটেলগুলো উদ্ধারের পর নিরাপদ স্থানে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করছেন মাওনার চকপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান।

মিজানুর রহমান গণমাধ্যম কে বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, জালে উঠে আসা বস্তুগুলো ককটেল। সাতটি ককটেলই তাজা। সেগুলো নিষ্ক্রিয় করার জন্য সংশ্লিষ্ট বিভাগে চিঠি দেওয়া হচ্ছে। বম্ব ডিসপোজাল ইউনিট এসে দু-এক দিনের মধ্যে হয়তো নিষ্ক্রিয় করবে। ককটেলগুলো নিরাপদ স্থানে রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।