প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দিনাজপুরে ডিভাইসসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ ও প্রশাসন। শুক্রবার বিকেলে জেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। প্রশাসন জানিয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
যেসব কেন্দ্রে ডিভাইসসহ পরীক্ষার্থী আটক হয়েছে সেগুলো হলো-ক্রিসেন্ট কিন্ডার গার্টেন গার্লস হাই স্কুলে ২ জন, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে একজন, কাদের বক্স মেমোরিয়াল কলেজে (বিএম) ২ জন, দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে একজন, দিনাজপুর উচ্চ বিদ্যালয়ে একজন, দিনাজপুর সরকারি মহিলা কলেজে একজন, দিনাজপুর জুবিলী উচ্চ বিদ্যালয়ে একজন, দিনাজপুর মিউনিসিপাল হাইস্কুলে একজন, দিনাজপুর নূরজাহান কামিল মাদ্রাসায় ৫ জন, দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে একজন এবং কেরি মেমোরিয়াল হাই স্কুলে একজন।
দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এসব ঘটনায় যারা জড়িত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
