বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

“বনানীতে রাজউকের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযানে মোট ২৪ টি দোকান সীলগালা,১টি আবাসিক হোটেল, ও ১ টি হাসপাতাল বাণিজ্যিক ব্যবহার বন্ধের নির্দেশ”

মোল্লা নাসির
নভেম্বর ১১, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আজ ১১ নভেম্বর, ২০২৫, রোজ মঙ্গলবার , রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর জোন-৪/২ এর আওতাধীন এলাকায় বনানী আবাসিক এলাকায়, আবাসিক প্লটে অবৈধভাবে অ-আবাসিক ব্যবহার বন্ধের লক্ষ্যে মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার, অথরাইজড অফিসার মোহাম্মদ কায়সার পারভেজ , সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকগণ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযান কালে বনানী সোসাইটির কর্মকর্তা ও অন্যান্য সদস্যদের উপস্থিতিতে জোন-৪/২, আবাসিক প্লটে অবৈধভাবে অ-আবাসিক/বাণিজ্যিক ব্যবহার করায় মোবাইল কোর্ট পরিচালনা করার মাধ্যমে মোট ২৪টি দোকান সীলগালা করে কার্যক্রম বন্ধ করা হয়। এসময় ১টি আবাসিক হোটেল, এবং ১টি হাসপাতালের মালিকপক্ষ এবং তাদের প্রতিনিধিকে ০১ মাসের মধ্যে অ-আবাসিক/বাণিজ্যিক ব্যবহার বন্ধ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। মৌখিক নির্দেশনা ছাড়াও ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা গ্রহণ করা হয়।

এছাড়াও মোবাইল কোর্ট চলাকালে একটি রেস্টুরেন্টের বেজমেন্টের গাড়ি পার্কিং এর স্থানে বিভিন্ন মালামাল রাখায় রাজউকের কর্মকর্তাদের উপস্থিতিতে উক্ত পার্কিংস্থান খালী করে গাড়ি পার্কিং এর ব্যবস্থা নিশ্চিত করা হয়। তবে ফুটপাতে জনগণের চলাচলের সুবিধার্থে ভাসমান ১৪ টি দোকান উচ্ছেদ করা হয়েছে।

রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম এর নির্দেশনায় রাজউক এর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ মোবাইল কোর্ট/উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। পরবর্তীতে জনগণের যাতায়াত সুগম করতে এ অভিযান অব্যাহত থাকবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক এর সহকারী পরিচালক (জনসংযোগ প্রটোকল) মোঃ আব্দুল্লাহ আল মারুফ এক প্রেস নোটিশে বিষয়টি গণমাধ্যমে কে নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।