বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশি প্রত্যাহারকৃত কূটনীতিক ফয়সাল যুক্তরাষ্ট্রে গ্রেফতার

সমতল মাতৃভূমি ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২৫ ১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

দূতাবাসে অভ্যন্তরীণ প্রশাসনিক সমস্যা সৃষ্টি এবং সহকর্মীদের সঙ্গে অসংগত আচরণের অভিযোগে রাশিয়ায় ‘স্ট্যান্ড রিলিজ’ হওয়া বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্সুসিডিএ) মো. ফয়সাল আহমেদকে যুক্তরাজ্যে গ্রেফতার করেছে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) যুক্তরাজ্যের একটি বিশ্বস্ত সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বার্মিংহামের সলিহুল এলাকা থেকে গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) হামলা ও ধর্ষণের হুমকির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ২৭ মে মস্কোয় বাংলাদেশ দূতাবাসে অভ্যন্তরীণ প্রশাসনিক সমস্যা সৃষ্টি ও সহকর্মীদের সঙ্গে অসংযত আচরণের অভিযোগে ফয়সাল আহমেদকে ‘স্ট্যান্ড রিলিজ’ তথা তাৎক্ষনিকভাবে প্রত্যাহার করা হয়। সেইসঙ্গে তাকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়। তবে তিনি দেশে ফেরেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।