ছবি সংগৃহীত
বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানির পাশাপাশি তুলা, শুকনো ফল ও বিভিন্ন কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহ প্রকাশ করেছে আফগানিস্তান। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে সোমবার সচিবালয়ে বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সঙ্গে বৈঠকে এসব আগ্রহের কথা জানান তালেবান সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী মৌলভি আহমদুল্লাহ জাহিদ।
বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে আফগানিস্তানের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সমকালকে বলেন, বর্তমানে আফগানিস্তানের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে। স্বল্প সময়ের বৈঠকে উভয় পক্ষ ব্যবসা–বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছে। আফগান প্রতিনিধিরা বাংলাদেশের তৈরি পোশাক আমদানির আগ্রহের পাশাপাশি শুকনো ফল, চিনাবাদাম, তুলাসহ দেশটির প্রচলিত বিভিন্ন পণ্য রপ্তানির প্রস্তাব দিয়েছে। প্রতিনিধি দলে থাকা ব্যবসায়ীরা বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে আমদানি–রপ্তানি নিয়ে আলোচনা করবেন বলেও জানান তিনি।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমানে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক কার্যকর না থাকলেও ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের উদ্দেশ্যে আফগান প্রতিনিধিদলটি বাংলাদেশে এসেছে। এই সফরের অংশ হিসেবে তারা সরকারি ও বেসরকারি পর্যায়ে দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে মতবিনিময় করছে।
সূত্র আরও জানায়, আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার ও দ্বিপক্ষীয় বাণিজ্যের নতুন সুযোগ অনুসন্ধানের লক্ষ্যে তালেবান সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী মৌলভি আহমদুল্লাহ জাহিদের নেতৃত্বে ৫০ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে। সফরের মূল উদ্দেশ্য হলো আমদানি–রপ্তানি প্রক্রিয়া সহজতর করা, যৌথ বিনিয়োগের সম্ভাব্য খাত চিহ্নিত করা এবং বাণিজ্যিক সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ক্ষেত্র প্রস্তুত করা।
