মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগদান সারলেন অভিনেত্রী মধুমিতা, বিয়ে কবে

বিনোদন ডেস্ক
জানুয়ারি ১৯, ২০২৬ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

দেবমাল্য চক্রবর্তী ও মধুমিতা সরকার। ছবি: ফেসবুক

দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বাগদান সারলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। রোববার বাগদানের সেই আবেগঘন মুহূর্তের ঝলক সামাজিক মাধ্যমে ভাগ করে নেন অভিনেত্রী। এক শব্দেই নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।

পোস্ট করা ছবিতে দেখা যায়, হবু স্বামীর আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন মধুমিতা। আবার দেবমাল্যও মধুমিতার আঙুলে আংটি পরিয়ে দেন। পরে দুজনেই হাতের আংটি দেখিয়ে ক্যামেরার সামনে পোজ দেন। ছবির ক্যাপশনে মধুমিতা লেখেন, ‘শুধুই আমার’।

মধুমিতার হবু স্বামী দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী। ব্যক্তিগত জীবনে তিনিও মধুমিতার মতো ভ্রমণপ্রিয়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ২৩ জানুয়ারি কলকাতার বারুইপুর রাজবাড়িতে তাদের বিয়ের মূল অনুষ্ঠান হবে। এরপর ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে আয়োজন করা হবে বিবাহোত্তর সংবর্ধনা। বিয়ের দিন দুজনেই ঐতিহ্যবাহী পোশাকে সাজবেন।

উল্লেখ্য, এটি অভিনেত্রী মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ে। এর আগে অল্প বয়সে অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন তিনি। পরে তাঁদের বিচ্ছেদ ঘটে। দীর্ঘ বিরতির পর বন্ধু দেবমাল্য চক্রবর্তীর হাত ধরে নতুন জীবনে পা রাখতে চলেছেন এই অভিনেত্রী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।