বৃহস্পতিবার, ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট গণমাধ্যম কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা 

অনলাইন ডেস্ক
অক্টোবর ৩, ২০২৫ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা সদরে হায়াত উদ্দিন (৪২) নামে স্থানীয় এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে এবং দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনও করেছিলেন।

আজ শুক্রবার সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় ওই সংবাদকর্মীর ওপর হামলা চালায় একদল মুখোশধারী সন্ত্রাসী গোষ্ঠী। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কে বা কারা হায়াত উদ্দিনের ওপর হামলা চালিয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি পুলিশ। হামলার কারণ সম্পর্কে কোন তথ্য এখনো জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, ওই সাংবাদিকের শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান গণমাধ্যম কে বলেন, মারা যাওয়ার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে কোন অপরাধীকে খুঁজে পাওয়া যায়নি। তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে। অচিরেই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।