বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাড্ডায় বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর উত্তর বাড্ডার বাসা থেকে নাজমুল হক নিয়াজ (৩৩) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার পুরাতন থানা রোডের ২০১ নম্বর বাড়ির দোতলার ফ্ল্যাটে মরদেহটি পাওয়া যায়।

পুলিশের ধারণা, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। তবে কে বা কারা, কেন তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান জানান, ঘটনার সময় নিহত নাজমুলের স্ত্রী তাঁর বাবার বাড়িতে ছিলেন। কী কারণে এ হত্যাকাণ্ড তা জানতে তদন্ত চলছে। শিগগিরই রহস্য উদঘাটন সম্ভব হবে বলে আশা করছি।

পুলিশ সূত্র জানায়, নাজমুল একটি বেসরকারি প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রীকে নিয়ে তিনি বাড্ডার ওই বাসায় ভাড়া থাকতেন। এক সপ্তাহ আগে তাঁর স্ত্রী বাবার বাড়িতে যান। এর পর থেকে তিনি একাই বাসায় ছিলেন। নাজমুল বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মো. মাসুদের ছেলে।

পুলিশ বলছে, নাজমুলের গলায় ও চোয়ালে ধারালো অস্ত্রের গুরুতর কাটা জখম আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।