বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা হত্যার ১৩ বছর পর মূল আসামি গ্রেফতার

নবাবগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি
জানুয়ারি ৫, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

জাহিদুল ইসলাম নয়নকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ ছবি: সংগৃহীত

বিএনপি নেতা রশিদ বেপারিকে গুলি করে হত্যার ১৩ বছর পর মূল হত্যাকারী জাহিদুল ইসলাম নয়নকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে গাজীপুরের বোর্ডবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

জাহিদুল ইসলাম নয়ন দোহারের গাজীরটেক এলাকার শেখ শফিউদ্দিনের ছেলে। তার নামে হত্যা ছিনতাইসহ দোহার থানায় একাধিক মামলা রয়েছে। জাহিদুল ইসলাম নয়ন দোহার থানার আরও একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

২০১৩ সালের ২০ জানুয়ারি সন্ধ্যায় নিকরা মসজিদের সামনে বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়।

দোহার থানা পুলিশ জানায়, দোহার উপজেলা বিএনপির তৎকালীন সহ-সভাপতি রশিদ বেপারি মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে বের হলে ওতপেতে থাকা অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।

এ ঘটনায় নিহতের বড় ছেলে জাহাঙ্গীর বেপারী বাদী হয়ে দোহার থানায় একটি মামলা করেন।

জাহাঙ্গীর বলেন, তার বাবার হত্যাকারীরা গত ১৩ বছর স্থানীয় আওয়ামী লীগের ও একজন প্রভাবশালী প্রতিমন্ত্রীর ভাইয়ের আশ্রয়ে অধরা ছিল। আসামি গ্রেফতারের দাবিতে জয়পাড়া কলেজের সামনে মানববন্ধন করলে সেদিন পুলিশ তাদের বাধা দিয়ে ব্যানার ছিনিয়ে নেয়। তারা তখন পিতা হত্যার বিচার পাননি। তিনি এসব খুনিদের ফাঁসির দাবির জানান। ঘটনার পর হতেই মামলার মূল আসামি নয়ন এলাকা ছেড়ে পালিয়ে যায়।

সোমবার ভোরে পুলিশের একটি দল গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে গাজীপুরের বোর্ডবাজার থেকে তাকে গ্রেফতার করে।

দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, নয়ন শুধু রশিদ বেপারিকে হত্যা করেনি। সে গাজীরটেক এলাকার ইমান ফকিরকেও হত্যা করেছে বলে জানা গেছে। সেই হত্যা মামলায় নয়ন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিও। তাকে সোমবার দুপুরে সাজাপ্রাপ্ত হিসেবে আদালতে প্রেরণ করা হয়। এছাড়া রশিদ বেপারীর মামলায় ১৬৪ ধারা জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।