মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে প্রাথমিকভাবে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান। এই আসনে তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে মঠে থাকার পূর্বাভাস দিয়েছেন দলের মনোনয়নবঞ্চিত নেতা মহসিন মিয়া মধু।
শুক্রবার বিএনপির এই প্রভাবশালী নেতা এবং তাঁর অনুসারী নেতাদের কয়েকজনের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে। এছাড়া বিভিন্ন কর্মসূচিতেও এই বার্তা দিচ্ছেন মহসিন মিয়া মধু।
সর্বশেষ সমাবেশে এ ব্যাপারে বক্তৃতাকালে তিনি বলেন, দল মনোনয়ন দিলেও তিনি ভোটে থাকবেন। না দিলেও তিনি মাঠে থাকবেন। তাঁর এমন বক্তব্যের পর বিএনপিতে অস্থিরতা দেখা দিয়েছে। প্রকাশ্যে আসতে শুরু করেছে বিভক্তি।
দলীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপির তিন সম্ভাব্য প্রার্থী বিএনপির মহাসচিবের কাছে জীবনবৃত্তান্ত জমা দেন। তারা হলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহসিন মিয়া মধু ও জেলা বিএনপির সদস্য মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী।
শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ফয়ছল আহমেদ জানান, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের মাঝে মহসিন মিয়া মধুর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তাছাড়া চা-বাগান অধ্যুষিত শ্রীমঙ্গল ও কমলগঞ্জে চা শ্রমিকদের মাঝে তাঁর গ্রহণযোগ্যতা ব্যাপক। চা শ্রমিকদের এই ভোট ব্যাংকই এই অঞ্চলে ভোটের হিসাব নির্ধারণ করে; যার কারণে এই আসনে প্রার্থী পুনর্মূল্যায়নের জন্য হাইকমান্ডের কাছে দাবি জানানো হয়েছে।
মহসিন মিয়া মধু সমতল মাতৃভূমি’কে জানান, জনগণের ভালোবাসাপূর্ণ মতামতের ভিত্তিতে ত্রয়োদশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি গ্রহণ করছেন। সাধারণ মানুষের পাশাপাশি নেতাকর্মীরাও তার পক্ষে।
অপরদিকে বিএনপি প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সদস্য মুজিবুর রহমান জানান, যিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং যারা তাঁর পক্ষালম্বন করবেন জেলা ও কেন্দ্র কঠোর পদক্ষেপ গ্রহণ করবে তাদের বিরুদ্ধে। দলীয় নেতাকর্মীরা তাঁকেই সমর্থন দিচ্ছেন।
