বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের কাবিনের একটু আগেই সড়কে ঝরল বরের প্রাণ, পরিবারে বইছে শোকের মাতম 

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
জানুয়ারি ৯, ২০২৬ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

মো. আলী আব্বাস রিমন। ছবি: সংগৃহীত

নতুন জীবনে ফানুস ওড়ানোর স্বপ্নের জাল বোনার পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল। পরিবারের মধ্যে ছিল বহতা নদীর মতো আনন্দের জোয়ার। তখনই হঠাৎ এলো নিয়তির ডাক। নিমিষেই আলোর প্রদীপ নিভে যায়। বাইক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন যুবক মো. আলী আব্বাস রিমন (২৮)। ঘটনা স্থলে নিহত হন একই বাইকে থাকা বড় ভাইয়ের স্ত্রী। আহত হয়েছে ভাইয়ের সন্তানরা।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে বাসের চাপায় নিহত হয়েছেন তিনি। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের পিএবি সড়কের ফাজিলখাঁর হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্বাস আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরী মাজার গেট এলাকার মোহাম্মদ মুছার ছেলে। শুক্রবার বিকেলে তার বিয়ের কাবিনের সময় ধার্য্য ছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রিমন তার হবু শ্বশুরবাড়ি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে বেড়াতে গিয়েছিলেন। আজ সকালে মোটরসাইকেলে আনোয়ারায় ফিরছিলেন তিনি। সকাল সাড়ে ৭টার দিকে ফাজিলখাঁর হাট বাজার এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলটিকে একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

উল্লেখ্য, সম্প্রতি একি বাইকে দুর্ঘটনায় পতিত হন নিহতের বড় ভাই সুমন, তার স্ত্রী ও সন্তান। ঘটনাস্থলে সুমনের স্ত্রী নিহত হন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।