শুক্রবার, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বেশি রাত করে খাবার খেলে যেসব বিপদ ঘটে শরীরে!

লাইফস্টাইল ডেস্ক
অক্টোবর ৯, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

অনেক রাত করে খাবার খেয়ে মানব দেহে নানা রকম সমস্যা তৈরি হয়। এতে আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনছেন। কারণ গভীর রাতে খাওয়ার অভ্যাস আমাদের শরীরে ডেকে আনতে পারে নানা সমস্যা। আপনি কী খাবার খাচ্ছেন, সেটি যেমন আপনার স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক তেমনই কখন খাচ্ছেন, সেটিও সমান গুরুত্বপূর্ণ। কারণ বেশি রাত করে খাবার খেলে শরীরে ইনফ্লেমেশন বা প্রদাহজনিত সমস্য বাড়ে। এতে সরাসরি প্রভাব পড়ে হৃদযন্ত্র বা হার্টের ওপর। আর হার্ট অ্যাটাক, স্ট্রোক, হার্ট ফেল—এসব সমস্যা দেখা দিতে পারে তীব্র আকার। কাজেই দেরি করে খাবার খেলে এবং লাগাতার এ অভ্যাস গড়ে তুললে তীব্র এসিডিটির সমস্যায় ভুগতে পারেন আপনি। শুধু তাই নয়; অনেকক্ষণ খাবার না খেয়ে থাকলেও আমাদের স্বাস্থ্যের ওপর এর প্রভাব পড়ে। সে জন্য রাত করে ডিনার করলেও শরীরের অবনতি হতে বাধ্য।

আপনার গভীর রাতে ডিনার দু-একদিন অনিয়ম হতে পারে। কিন্তু প্রতিদিন এ অভ্যাস থাকলে তা জটিল সমস্যা সৃষ্টি করবে। দিনের পর দিন অনেক রাত করে খাবার খেলে তার অনেক প্রভাবই শরীরের ওপর পড়বে।

চলুন জেনে নেওয়া যাক, বেশি রাত করে খাবার খেলে আপনার শরীরে যেসব সমস্যা দেখা দিতে পারে—

প্রথমত পেটে চিনচিনে ব্যথা অনুভব করতে পারেন আপনি। যাদের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে, তাদের তো বটেই, হার্টের সমস্যা এড়াতে চাইলেও রাত করে খাবার খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে।

দ্বিতীয়ত বেশি রাত করে খাবার খেলে শরীরে ইনফ্লেমেশন বা প্রদাহজনিত সমস্য বাড়বে। এর সরাসরি প্রভাব পড়বে হৃদযন্ত্র বা হার্টের ওপর। আর বদহজমের সমস্যাও দেখা দেবে। বদহজম হলে তার সঙ্গে সঙ্গে এসিডিটি, গ্যাস, পেট আইঢাই করা—এসব অসুবিধাও দেখা দেবে শরীরে।

তৃতীয়ত হার্ট অ্যাটাক, স্ট্রোক, হার্ট ফেল—এসব সমস্যা দেখা দিতে পারে তীব্রভাবে।

চতুর্থত দেরি করে খাবার খেলে এবং লাগাতার এ অভ্যাস বজায় থাকলে তীব্র এসিডিটির সমস্যায় ভুগতে পারেন আপনি। রাত বাড়লেই এসিডিটি হওয়ার প্রবণতা বাড়বে। গলা জ্বালাপোড়া করতে পারে। আর শরীরে অন্যান্য অনেক অস্বস্তিই অনুভূত হতে পারে।

এ ছাড়া এর জেরে ব্যাঘাত ঘটবে ঘুমের। রাতের ঘুম সঠিকভাবে না হলে সারা দিন কী অবস্থা হয়, তা অনেকেই জানেন। তাই সময় থাকতেই সতর্ক হোন। তাই রাতে দেরি করে খাবার খাওয়ার অভ্যাস অবিলম্বে ত্যাগ করুন। না হলে খাবার হজম করার শক্তি ক্রমশ কমবে। আপনার অন্ত্রের স্বাস্থ্যও দুর্বল হয়ে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।