স্টাফ রিপোর্টার : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মো. মকবুল (৩৮) নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে নির্যাতন করেছে দুর্বৃত্তরা। পরে ৬০ হাজার টাকা মুক্তিপণের আদায় করে ছেড়ে দিয়েছে। আহত ওই ভুক্তভোগী ব্যবসায়ী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৬ অক্টোবর) ভোর ৬টার দিকে অপহরণের ঘটনাটি ঘটে। মুক্তিপণ পাওয়ার পর দুপুরে নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের মদনপুর বাস স্ট্যান্ডের পাশে ফেলে রেখে যায় অপহরকারী চক্রটি। পরে তার স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত মকবুল জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, মকবুল নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার আলমপুরা গ্রামের আব্দুল বাসিদের ছেলে। ঢামেক হাসপাতালে মকবুলের বড় ভাই শাহ আলম গণমাধ্যম কে জানান, তার ভাই মকবুল পেশায় একজন কসাই। গরু ও খাসির ভুরির ব্যবসা করায় বিভিন্ন স্থান থেকে গরু, খাসি কাটার পর ভুঁড়ি সংগ্রহ করে ব্যবসা করেন। সোমবার সকালে সে মানিকনগর এলাকায় একটি গরু কাটার কাজে যাচ্ছিলো। পথিমধ্যে যাত্রাবাড়ী এলাকায় একটি কালো রংয়ের মাইক্রোবাস যোগে কয়েকজন অপহরণকারী তাকে পথরোধ করে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে মকবুলের চোখ বেঁধে, হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে।
পরে তারই মোবাইল ফোন দিয়ে স্বজনদের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরন চক্রের সদস্যরা। তাকে মুক্ত করতে স্বজনেরা মকবুলের মোবাইলে ৬০ হাজার টাকা বিকাশ করে। পরে অপহরণকারীরা ওই টাকা নিয়ে তাদের মোবাইলে ট্রান্সফার করে, মোবাইল এবং সিম ভেঙে ফেলে মকবুলকে সোনারগাঁও থানার মদনপুর এলাকায় রাস্তায় ফেলে দিয়ে যায়। সেখান থেকে উদ্ধার করে, হাসপাতালে নিয়ে আসা হয়েছে।