শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভবন বাড়লেও ঝুঁকিপূর্ণের তালিকা হালনাগাদ করতে ধীরগতি রাজশাহীতে দেড় যুগ আগের জরিপই ভরসা

রাজশাহী প্রতিনিধি
নভেম্বর ২৯, ২০২৫ ৯:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

সর্বশেষ দেড় যুগ আগে রাজশাহী মহানগরীতে ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তে জরিপ করা হয়েছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানকে নিয়ে এ জরিপ বা সমীক্ষার কাজ পরিচালনা করে। তবে জরিপের পর দীর্ঘ এ সময়ে রাজশাহী মহানগরীর বেড়েছে বিস্মৃতি ও আয়তন। বেড়েছে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যাও। তবে বর্তমানে এ ধরনের ভবনের হালনাগাদ সর্বশেষ সংখ্যার পরিমাণ তদারকি সংস্থা আরডিএ কর্তৃপক্ষের কাছে নেই। ২১ নভেম্বর বড় ধরনের ভূমিকম্প হলে আরডিএ কর্তৃপক্ষ মহানগরীর ভবনগুলোর নিরাপত্তা ঝুঁকির বিষয়ে বেশকিছু কার্যকরি উদ্যোগ গ্রহণ করেছে। নতুন ভবন নির্মাণে নিয়েছে তদারকি বাড়ানোর উদ্যোগ। এ লক্ষ্যে মঙ্গলবার আরডিএ কর্তৃপক্ষের অধিক্ষেত্র এলাকায় ভবন নির্মাণে ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে একটি জরুরি সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আরডিএ চেয়ারম্যান এসএম তুহিনুর আলম। তিনি বলেন, ‘রাজশাহী মহানগরীতে ঝুঁকিপূর্ণ ভবনের আপডেট তথ্য নেই। ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তে আমরা কমিটি গঠন করেছি। ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। এছাড়া সভায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমানোর জন্য ভবনের স্ট্রাকচারাল ডিজাইন প্রণয়ন এবং সে অনুযায়ী নির্মাণ কাজ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়।

অপরদিকে মহানগরীতে ঝুঁকিপূর্ণ ভবন বা অবকাঠামোর সংখ্যা সম্পর্কে আরডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল তারিক হালনাগাদ কোনো তথ্য দিতে পারেননি। তিনি বলেন, ‘২০০৮ সালের জানুয়ারিতে সর্বশেষ আরডিএসহ সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠান মহানগরীতে ঝুঁকিপূর্ণ ভবন বা অবকাঠামো শনাক্তে সর্বশেষ সমীক্ষা চালিয়েছে। এরপর আর কোনো জরিপ হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।