শুক্রবার, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভাটারায় ধর্ষণের শিকার ৭ বছরের শিশু হাসপাতালে ভর্তি 

অনলাইন ডেস্ক
অক্টোবর ৩, ২০২৫ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

  1.  নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ভাটারায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম আনার (৫০), তিনি জোয়ারসাহারা এলাকায় পরিচ্ছন্নকর্মীর কাজ করতেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।শিশুটির বাবা জানান, তার দুই ছেলে-মেয়ে। ছোট ছেলের বয়স দুই বছর। তিনি একটি হোটেলে কাজ করেন এবং তার স্ত্রী ছোট ছেলেকে নিয়ে বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করেন। এ সময় বড় মেয়ে বাসায় একাই থাকতো।

তিনি অভিযোগ করে বলেন, শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে প্রতিবেশী আনার খাবারের প্রলোভন দেখিয়ে বাসায় ঢুকে জোরপূর্বক আমার মেয়েকে ধর্ষণ করে। এতে মেয়েটি রক্তাক্ত হয় এবং তাকে ভয় দেখানো হয়। পরে মেয়ের মা বাসায় এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

ঘটনার পর স্থানীয়ভাবে সালিশ-মীমাংসার আশ্বাস দেওয়া হলেও কোনো বিচার হয়নি। এদিকে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অবশেষে মঙ্গলবার বাড়িওয়ালার পরামর্শে শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক বলেন, মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে শিশুটিকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সে ওসিসিতে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।