ভান্ডারিয়া কল্যাণ সমিতির উদ্যোগে ঢাকার রাজধানীতে বসবাসরত ভান্ডারিয়া উপজেলার পেশাজীবী কর্তৃক একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ধানমন্ডির স্টার কাবাব অ্যান্ড হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আল আমিন বিন হাসিমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কবিরের সঞ্চালনায় আয়োজিত এ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন টিপু।
তিনি বলেন, ভান্ডারিয়া কল্যাণ সমিতি, ঢাকা কোনো সময়ই চাঁদাবাজি, রাজনৈতিক স্বার্থ কিংবা ব্যক্তিস্বার্থে ব্যবহৃত হয়নি। সংগঠনটি সর্বদা কল্যাণ, সততা ও সামাজিক মর্যাদার পথে পরিচালিত।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী, সেবামুখী ও স্বচ্ছ সংগঠন গড়ে তোলার প্রত্যয়ে সাধারণ সম্পাদক সংগঠনের আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—
* ঢাকায় সংগঠনের স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠা
* ভান্ডারিয়ার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বৃত্তি তহবিল গঠন
* অসহায় পরিবারের পুনর্বাসন ও পেশাগত প্রশিক্ষণ কর্মসূচি
* চিকিৎসা সহায়তার জন্য জাকাত ফান্ড
* ঢাকায় আগত ভান্ডারিয়ার শিক্ষার্থী ও রোগীদের জন্য “শেল্টার হোম” নির্মাণ
* ছাত্রছাত্রীদের মেধা বিকাশে সেমিনার, প্রশিক্ষণ, ওয়ার্কশপ ও সাংস্কৃতিক আয়োজন
* তরুণদের কর্মসংস্থানের লক্ষ্যে “স্কিল ডেভেলপমেন্ট সেল” গঠন
সভায় আরও বক্তব্য রাখেন—গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব আবুয়াল হোসেন, অতিরিক্ত সচিব এ টি এম নাছির, বাংলাদেশ পুলিশের ডিআইজি হায়দার আলী, বিটিআরসি’র কমিশনার ও সাবেক সিনিয়র জেলা জজ আবদুর রহমান সরদার, দৈনিক ইত্তেফাকের চিফ অ্যাকাউন্টেন্ট গোলাম আক্তার বেলাল, সিনিয়র আইনজীবী এ বি এম বায়েজিদ হোসেন, চিকিৎসক ডা. গোলাম ফারুক, সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসির ডেপুটি এমডি নাজমুস সাআদাত, ডেভেলপমেন্ট প্রজেক্ট ডিজাইন অ্যান্ড সার্ভিস লিমিটেডের এমডি ড. তরিকুল ইসলাম, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিল, ভান্ডারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আলিমুজ্জামান হীরু, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসির এএমডি কামাল খান, বাংলালিংক এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি গোলাম মাহমুদ সোহাগ, বিশিষ্ট ব্যবসায়ী মো. শহীদুল আলম, শিক্ষক ও কবি সালমা আহমেদ হীরা এবং ঢাকাস্থ ভান্ডারিয়া সোসাইটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন দুলাল প্রমুখ।
সভায় সংগঠনের সাবেক সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব মরহুম হাবিবুর রহমানসহ প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
