মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারত-পাকিস্তান ফের মুখোমুখি হচ্ছে

সমতল মাতৃভূমি ডেস্ক
অক্টোবর ২২, ২০২৫ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। দুই দলের খেলা মানে ম্যাচের পরতে পরতে থাকে উত্তেজনা। সাম্প্রতিক সময়ে সীমান্ত সমস্যার কারণে দুই দেশের মধ্যকার রাজনৈতিক অস্থিরতার প্রভাব ভালোভাবেই পড়েছে খেলাধুলায়া।সাম্প্রতিক সময়ে আরো বেড়েছে। যার প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও।

সর্বশেষ এশিয়া কাপে দুই দলের মাঠের লড়াইয়েও ছিল দুই দেশের সম্পর্কের নেতিবাচক প্রভাব। ফলে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বাড়তি উন্মাদনা তৈরি হয় ভক্তদের মধ্যে।

দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ না হওয়ায় জাতীয় দলের খেলা দেখতে অপেক্ষা করতে হয় এসিসি কিংবা আইসিসি ইভেন্টের জন্য। এবার জাতীয় দলের বাইরেও দেখা হচ্ছে দুই দলের।

সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সমন্বয়ে হংকংয়ে অনুষ্ঠিত হবে সিক্সেস টুর্নামেন্টে। এই আসরে ভারত, পাকিস্তান দুই দেশই অংশ নিচ্ছে। আগামী ৭ নভেম্বর হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

মোট ১২ দল খেলবে এই টুর্নামেন্ট। ৫ ওভারের ম্যাচে খেলবেন ছয় ক্রিকেটার। আব্বাস আফ্রিদিকে অধিনায়ক করে এরই মধ্যে দল ঘোষণা করেছে পাকিস্তান। ভারতীয় দলের নেতৃত্ব দেবেন দিনেশ কার্তিক।

ভারতের অধিনায়ক বলেন, ‘ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া আমার জন্য বড় সম্মানের। হংকং সিক্সেস এমন এক টুর্নামেন্ট, যার ইতিহাস ও মর্যাদা দুই-ই দারুণ সমৃদ্ধ। আমি চাই, আমরা এমন ক্রিকেট খেলি যা উপভোগ করবে প্রতিটি দর্শক—দুঃসাহসী, আনন্দমুখর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।