বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভোক্তাদের অধিকার সংরক্ষণে অধিদপ্তর কাজ করে যাচ্ছে: ডিজি সিসিএসের সঙ্গে মতবিনিময়

স্টাফ রিপোর্টার
অক্টোবর ২৮, ২০২৫ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ভোক্তাদের অধিকার সংরক্ষণে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় জোরদারের লক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ডিএনসিআরপি) ও বেসরকারি সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস)-এর মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ফারুক আহম্মেদ।

সভায় অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) আব্দুল জলিল (যুগ্মসচিব), উপপরিচালক আফরোজা রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিসিএসের পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ, ঢাকা মহানগর উত্তরের কো-অর্ডিনেটর মো. জাহাঙ্গীর আলম, দক্ষিণের কো-অর্ডিনেটর ইমরান শুভ্র, সিওয়াইবির কেন্দ্রীয় সভাপতি মো. রিয়াজ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসাইন মুন্না।

সভায় মহাপরিচালক ফারুক আহম্মেদ বলেন, ভোক্তাদের অধিকার সংরক্ষণে আমাদের অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সিসিএস দীর্ঘদিন ধরে সচেতনতা বৃদ্ধি, বাজার পর্যবেক্ষণ ও গবেষণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে যে ভূমিকা রেখে আসছে, তা সত্যিই প্রশংসনীয়।

তিনি আরও বলেন, সরকার ও বেসরকারি সংগঠনের এই পারস্পরিক সহযোগিতা বাজারব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সভায় অংশগ্রহণকারীরা ভোক্তা অধিকার সংরক্ষণে আইন প্রয়োগ, সচেতনতা কর্মসূচি সম্প্রসারণ ও তথ্য বিনিময় জোরদার করার বিষয়ে মতামত দেন।

সভা শেষে উভয় পক্ষ ভোক্তা অধিকার রক্ষায় যৌথ উদ্যোগ ও সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।