বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘মন্ত্রণালয় না করেনি, ২৬ তারিখেই সিলেটে বিপিএল শুরু’

স্পোর্টস ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২৫ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ইফতেখার রহমান মিঠু

বিপিএলের দ্বাদশ আসর মাঠে গড়ানো নিয়ে গত কয়েক দিন ধরেই চলছিল নানা গুঞ্জন। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় টুর্নামেন্ট পেছানো বা স্থগিত হওয়ার শঙ্কাও উঁকি দিচ্ছিল ক্রিকেটপাড়ায়। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু নিশ্চিত করলেন, ২৬ ডিসেম্বরই সিলেটে পর্দা উঠছে বিপিএলের।

মিঠু জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পরই টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা কথা বলেছি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া বা অফ করার ব্যাপারে না করেনি। আমরা কার্যক্রম এগিয়ে নিচ্ছি। ওখানে (সিলেটে) ২৬ তারিখেই খেলা হবে।

জমকালো উদ্বোধনী অনুষ্ঠান না হলেও শুরুর দিন ছোট পরিসরে আনুষ্ঠানিকতা থাকবে বলে জানান মিঠু। তিনি বলেন, ‘ম্যাচের আগে ছোট করে ওপেনিং অনুষ্ঠান করব। পরবর্তীতে কোনো আপডেট থাকলে জানিয়ে দেব।’

এদিকে বিপিএল নিয়ে শঙ্কা কাটার দিনেই টিকিট নিয়েও সুখবর দিয়েছে বিসিবি। এবার আর রোদে পুড়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি পোহাতে হবে না দর্শকদের। বিসিবি জানিয়েছে, বিপিএলের সব টিকিট মিলবে কেবল অনলাইনে। রোববার বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে সিলেট পর্বের টিকিট বিক্রি।

নির্দিষ্ট ওয়েবসাইট (www.gobcbticket.com.bd) থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা। দর্শকদের সাধ্যের কথা বিবেচনা করে টিকিটের দামও রাখা হয়েছে নাগালের মধ্যে। সর্বনিম্ন ২০০ টাকা খরচ করলেই স্টেডিয়ামে বসে উপভোগ করা যাবে এক দিনের দুটি ম্যাচ। সিলেট স্টেডিয়ামের শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ২০০ টাকা।

এছাড়া শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ২৫০ টাকা, ক্লাব হাউজ আপার জোন ৫০০ টাকা এবং জিরো ওয়েস্ট জোনের টিকিট মিলবে ৬০০ টাকায়। আর যারা একটু আয়েশ করে খেলা দেখতে চান, তাদের জন্য গ্র্যান্ড স্ট্যান্ডের (আপার ও লোয়ার ওয়েস্ট-ইস্ট জোন) টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।