বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের শুভ উদ্ধোধন

মকবুল হোসেন
ডিসেম্বর ৫, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ও প্রান্ত স্পেশালাইজড হসপিটাল (প্রাঃ) লিঃএরসহযোগিতায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২৫-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়।

আজ ৫ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯ টায় বেলুন উড়িয়ে শুভ উদ্ধোধন করা হয়েছে।

ময়মনসিংহ ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত এ প্রিমিয়ার লীগের উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রান্ত স্পেশালাইজড হসপিটাল (প্রাঃ)লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মনসুর আলম চন্দন।

এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল আমিন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও জেলা ক্রীড়া সংস্থার সন্মানিত সদস্য এনামুল হক আকন্দ লিটন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মাহবুবুল আলম।সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল আমীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।