শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহ জেলা শাখার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ১০ কাউন্সিল অনুষ্ঠিত 

ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ডিসেম্বর ৬, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার ১০ম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ ডিসেম্বর ২০২৫ তারিখ নগরীর মালগুদামস্থ দলীয় কার্যালয়ে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল নাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুহাইল আহমেদ শুভ, বাসদ ৫ নং জোনের সমন্বয়ক কমরেড ইমাম হুসাইন খোকনসহ বাসদ ময়মনসিংহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

কাউন্সিলে সাধারণ সম্পাদকের প্রতিবেদন পর্যালোচনা, জাতীয় রাজনৈতিক পরিস্থিতি এবং শিক্ষা বাণিজ্যিকীকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আলোচনার পর আগামী দিনে শিক্ষা বেসরকারীকরণের প্রবণতা, শিক্ষা সংকোচন ও শিক্ষাঙ্গনে নীতি-সংকটের বিরুদ্ধে সংগঠিত আন্দোলন জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়। কাউন্সিল শেষে সর্বসম্মতিক্রমে তানজিল হোসেন মুণিমকে সভাপতি এবং চিত্রণ ভট্টাচার্যকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন

সহ-সভাপতি আবির মোহাম্মদ আকাশ, সাংগঠনিক সম্পাদক সাদমান এহসান অরিন্দম, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম বিজয়, অর্থ সম্পাদক জ্যোতি রায়,

প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রশান্ত বাসফোর,

পাঠাগার বিষয়ক সম্পাদক: পূজা সরকার বর্ষা এবং

স্কুল বিষয়ক সম্পাদক শ্রাবণ, সদস্য ওয়ালিল্লাহ, সৃজন দাস, প্রশান্ত দাস, পান্না, রিতু আক্তার, ফাহমিদ বিন অনয়, জীবন সরকার, জহিরুল ইসলাম রুকন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।