বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা প্রতিনিধি 
নভেম্বর ৪, ২০২৫ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সভা আজ ৪ নভেম্বর মংগলবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

সভাপতির বক্তব্যে, আসন্ন ১৪ তম জাতীয় মহিলা ক্রিকেট লীগ ২০২৫-২৬ এ অংশগ্রহণকারী ময়মনসিংহ মহিলা ক্রিকেট টিমের খেলোয়াড়বৃন্দ, কোচ ও টিম ম্যানেজমেন্ট প্রতি শুভকামনা জানান এবং একই সাথে জাতীয় পর্যায়ে ময়মনসিংহ বিভাগের খেলোয়াড়বৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।

এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যবৃন্দ এবং গণমাধ্যম কর্মীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।