ময়মনসিংহ সদর র্যাব-১৪, কর্তৃক অভিযানে জিতু (২৫) নামের দেড় বছরের সাজার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কে গ্রেফতার করেছেন।
ময়মনসিংহ সদর কোম্পানি, র্যাব-১৪, এর একটি চৌকস আভিযানিক দল ৮ নভেম্বর রাত অনুমান ০১:৩০ মিনিটের দিকে ময়মনসিংহ জেলার কোতয়ালী থানাধীন হামিদ উদ্দিন রোডে অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে নিজ বাসা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সাজাপ্রাপ্ত আসামি কোতোয়ালী মডেল থানার মামলা নং-৭৫(৪)১৮, ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর টেবিল ১৯(ক), জিআর নং-৪২১/১৮।
কোতয়ালী থানা ময়মনসিংহ জেলার সংশ্লিষ্ট আদালতে চালান করেন। বিষয়টি কোতয়ালী থানা গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
