বৃহস্পতিবার, ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ র‍্যাব ১৪ চেকপোস্টে পরিবহন গাড়িতে অভিযানে গাজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

মকবুল হোসেন
নভেম্বর ২৭, ২০২৫ ৬:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব-১৪, কর্তৃক পরিবহন গাড়িতে অভিযান চালিয়ে ২০ কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজাসহ ০৪ (চার) মাদক কারবারি’ কে গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব-১৪, এর আভিযানিক দল ২৬ নভেম্বর বুধবার অনুমান আড়াইটার দিকে ময়মনসিংহ জেলার নান্দাইল থানার কানারামপুর এলাকায় মা-বাবার দোয়া হোটেলের সামনে ময়মনসিংহ-ভৈরব পাকা রাস্তার উপর চেকপোস্ট চলাকালীন ভৈরব থেকে ছেড়ে আসা শ্যামল ছায়া নামক একটি যাত্রীবাহী বাস চেকপোস্ট অতিক্রম করাকালে সিগনাল দিয়ে বাসটি থামানো হয়। বাসটি তল্লাশীকালে বাসের একদম পিছনের সিটে থাকা ধৃত মাদক কারবারি ১। মোঃ ইউসুফ (২৭), ২। নাহিদুল ইসলাম এমরান(২০), ৩। মোঃ মোহন মিয়া ওরফে নয়ন(১৯) সর্ব জেলা-ব্রাহ্মণবাড়িয়া এবং ৪। মোঃ তামিম মিয়া(১৯), জেলা-হবিগঞ্জদের হেফাজতে থাকা ০১(এক) টি কাপড়ের ব্যাগ ও ০২(দুই) টি স্কুল ব্যাগ হতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ২০(বিশ) কেজি গাঁজা ও ০৩ (তিন) টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত অবৈধ গাঁজার আনুমানিক অবৈধ বাজার মূল্যে ৪,০০,০০০/-(চার লক্ষ ) টাকা।

ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় ধৃত মাদককারবারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আসামিদের উদ্ধারকৃত আলামতসহ নান্দাইল থানায় হস্তান্তর করা হয়েছে।সিনিয়র সহকারী পরিচালক, মিডিয়া অফিসার, অধিনায়ক এর পক্ষে স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পাপ্ত তথ্য গণমাধ্যম কে নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।