মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়ৃনসিংহে সাড়ে এগারো কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার 

মকবুল হোসেন
নভেম্বর ২২, ২০২৫ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি নেতৃত্বে একটি চৌকস দল জেলার ফুলপুর থানাধীন ফতেপুর কুরিয়ারপাড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মোঃ রাব্বিল মিয়া (৩৬)কে আটক করেছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সফলভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় আটককৃত ব্যক্তির হেফাজতে থাকা সাড়ে এগারো কেজি গাঁজাসহ আটক করতে সক্ষম হয়েছে। মাদক কারবারি কিশোর গঞ্জ জেলার ভৈরব থানার কালিয়াকৈর গ্রামের মৃত শামসু মিয়ার ছেলে।

এদিকে আটককৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে ফুলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উপপরিদর্শক আজগর আলী বাদী হয়ে মামলা টি রুজু করে। ফুলপুর থানার অফিসার ইনচার্জ সমতল মাতৃভূমি’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।