বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে ট্রাকে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর

মাদারীপুর প্রতিনিধি
নভেম্বর ১৩, ২০২৫ ১০:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

মাদারীপুরের শিবচরে একটি চিনি বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে একটি চিনি বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা পুলিশের গাড়ি ভাঙচুরও করেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শিবচর উপজেলার সীমানা এলাকায় এ ঘটনা ঘটেছে।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধের চেষ্টা চলাকালে দুর্বৃত্তরা গাছের গুড়ি ফেলে যান চলাচল বন্ধ করে এবং ট্রাকে আগুন দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, পুলিশের টহল অব্যাহত রয়েছে।

মাদারীপুর পুলিশ সুপার মো. নাঈমুল হাছান জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।