সাবেক নারী কাউন্সিলর জেসমিন আক্তার। ফাইল ছবি
মানিকগঞ্জ পৌরসভার সাবেক নারী কাউন্সিলর জেসমিন আক্তারকে আটক করেছে পুলিশ। সদর থানার ওসি মো. কামাল হোসেন জানান, বুধবার রাত ১২টার দিকে তাকে শহরের নিজ বাসা থেকে আটক করা হয়।
জেসমিন আক্তার মানিকগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলরের পদে ছিলেন। পুলিশ জানায়, তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।
ওসি কামাল হোসেন বলেন, আওয়ামী লীগ নেত্রী ও সাবেক পৌরসভার কাউন্সিলর জেসমিন আক্তারকে আটক করা হয়েছে। তাকে এখনো আদালতে পাঠানো হয়নি। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
