বৃহস্পতিবার, ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ার বন্দিশিবিরে অসুস্থ বাংলাদেশি, পরিচয় খুঁজছে হাইকমিশন 

অনলাইন ডেস্ক
অক্টোবর ২, ২০২৫ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

সমতল মাতৃভূমি ডেস্ক : মালয়েশিয়ার জোহর বাহরুর পেকান নানাস বন্দিশিবিরে আটক এক অসুস্থ বাংলাদেশির পরিচয় জানতে তথ্য চেয়েছে কুয়ালালামপুরে থাকা বাংলাদেশ হাইকমিশন।

বুধবার (১ অক্টোবর) হাইকমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করা হয়।

হাইকমিশন জানায়, শিবিরে সেবা প্রদানকালে ওই ব্যক্তিকে পাওয়া যায়; কিন্তু অসুস্থতার কারণে তিনি কথা বলতে বা লিখতে অক্ষম হওয়ায় তার পরিচয় জানা যায়নি। শিবিরের কার্ড থেকেও কোনো তথ্য মেলেনি। ফলে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি এবং দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও এগিয়ে নেওয়া যাচ্ছে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কেউ যদি ওই ব্যক্তিকে চিনে থাকেন বা তার আত্মীয়স্বজন সম্পর্কে তথ্য জানেন, তাহলে তা দ্রুত বাংলাদেশ হাইকমিশনে জানানোর অনুরোধ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।