শুক্রবার, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মুগদায় মাদক বিরোধী অভিযান  পুলিশের ওপর হামলার ঘটনায় ১০ জন গ্রেফতার 

অনলাইন ডেস্ক
অক্টোবর ৩, ২০২৫ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হামলায় আহত উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় মুগদার একটি বস্তি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে মুগদা থানা। অভিযানের সময় এসআই রাসেল একজন মাদক ব্যবসায়ীকে আটক করলে আরেকজন মাদক ব্যবসায়ী তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে তিন নারীসহ ১০ জনকে গ্রেফতার করে। মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, ঘটনার পর একটি মামলা দায়ের করা হয়েছে। এখন তদন্ত চলছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। অচিরেই তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।